• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে সরকারি খাল অবৈধ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের তিনটি সরকারি খাল অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য রঞ্জন কুমার হালদার, কৌশিক রায়, আদম আলী শেখ, লাভলী মন্ডল, পরিতোষ ডাকুয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া এলাকার হরিবল্লভ খাল, কবিরাজের খাল ও টালেমারি খাল খনন করা হয়।কিন্তু প্রভাবশালীরা খালগুলিতে অবৈধ বাধ দিয়ে লবণ পানি ঢুকিয়ে মাছের ঘের করেছে। এতে এলাকার কয়েক‘শ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। এসব প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বহিরাগতরা এসে হুমকিধামকি দিচ্ছে। তারা দ্রুত অবৈধ বাধ, নেট, পাটা অবসরের দাবি জানান।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে অবৈধ বাঁধ, নেট, পাটা অপসারণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads